সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১২ অপরাহ্ন
তারিকুল ইসলামঃ
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও গোপালগঞ্জ- ১ আসনের এমপি মুহাম্মদ ফারুক খানের ৭০তম জন্মদিন পালন করা হয়েছে। মুকসুদপুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা কেএম সাইফুল ইসলাম লেন্টু খানের আয়োজনে সন্ধ্যায় চৌরঙ্গীতে কেক কাটা ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাডঃ আতিকুর রহমান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, উপজেলা চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম.এম মহিউদ্দিন আহম্মদ মুক্তু, সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপশি বিশ্বাস দুর্গা, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক রফিকুর বারী লিপন, পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা, কৃষক লীগ নেতা সরদার মুজিবর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহামুদ খান কুটি, শ্রমিক লীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান কামাল, উপজেলা ছাত্র লীগের সভাপতি শাওন আশরাফ বোরহান, পৌর ছাত্র লীগের সভাপতি নিভেল মোল্যা, কলেজ ছাত্র লীগের সাধারন সম্পাদক নাইম কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ আহম্মেদ রাজ প্রমুখ।
এর পূর্বে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ ও শ্রমিক লীগের উদ্যোগে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা হয়।