রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন
তারিকুল ইসলামঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগ আলোচনা সভা ও র্যালির আয়োজন করে। সকাল ১০ টায় মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে কেক কেটে দলীয় সভানেত্রীর জন্মদিন উদযাপন করেন নেতা কর্মীরা।
মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়।
মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুকসুদপুর পৌর সভার মেয়র এ্যাডঃ আতিকুর রহমান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল আলম সিকদারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কান্তি বোস, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সী আনোয়ার হোসেন, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন মিয়া ও মুকসুদপুর পৌর সভার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহসীন মুন্সি মিটু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আকরাম হোসেন জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এম মহিউদ্দিন আহমেদ মুক্ত, সিরাজুল ইসলাম মিয়া, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক শফিকুজ্জামান সবুজ, প্রচার সম্পাদক জাহিদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক তাপসী রানী বিশ্বাস, শিক্ষা বিষয়ক সম্পাদক খন্দকার পারভেজ আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বরকত আলী খান, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ নুরুল ইসলাম জুন্নু, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক কল্যাণ দাস, সাবেক প্রচার সম্পাদক ও বর্তমান সদস্য সাংবাদিক কাজী ওহিদুল ইসলাম, সহ-দফতর সম্পাদক রফিকুল বারী লিপন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন আশরাফ বোরহান, পৌর ছাত্রলীগের সভাপতি নিভেল মোল্লা, মুকসুদপুর কলেজ ছাত্রলীগ সভাপতি জব্বারুল আলম মাহফুজ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মুকসুদপুর পৌর সভার বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জননেত্রী শেখ হাসিনা ও তাঁর অন্যতম বিশ্বস্ত সহচর জননেতা মুহাম্মদ ফারুক খান এমপিসহ সকলের সুস্থতা ও সার্বিক মঙ্গল কামনা করে দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন শেখ ফজিলাতুন্নেছা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ খ.ম. শাহাদাৎ হোসেন মিজান।