বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫০ অপরাহ্ন
জিএম,আজম, দাকোপ (খুলনা) প্রতিনিধি:
দাকোপে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা সদর চালনা পৌরসভায় মুদি ও কাঁচা তরকারী বাজারে ঝটিকা অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্ববাহী অফিসার মিন্টু বিশ্বাস।
আদালত সুত্রে জানা যায়, দোকানে দ্রব্য মূল্যের দৈনিক বাজার দরের মূল্য তালিকা (টাংগীয়ে) প্রদর্শণ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮ ধারায় চার জন দোকান মালিককে ৩ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।
পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্ববাহী অফিসার মিন্টু বিশ্বাস চালনা বাজারে দূর্গা পূজা মন্ডপগুলোর সার্বিক বিষয় পরির্দশন ও খোঁজ খবর নেন।এ সময় উপস্থিত ছিলেন ভ্রাম্যমান আদালতের পেশকার বিকাশ বর্মন, সংগীয় পুলিশ ফোর্স, আনসার ব্যাটালিয়ন।