সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় ট্রাফিক সপ্তাহ-২০২১ উপলক্ষে জনসচেতনতা ও আইন মেনে চলায় চালকদেরকে উপহার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভাঙ্গা বাজার ট্রাফিক পুলিশ বক্সের সামনে এবারের প্রতিপাদ্য “সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” শ্লোগান নিয়ে জেলা পুলিশের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী, ট্রাফিক ইন্সপেক্টর মীর আনোয়ার হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর মাসুদুর রহমান মৃধা, ফরিদপুর মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী সোবাহান মুন্সী, ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মজিবর মুন্সী, বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মী, স্থানীয় শ্রমিক নেতা প্রমুখ।
অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী বলেন, “সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” শ্লোগান নিয়ে এবারের ট্রাফিক সপ্তাহ ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পালিত হচ্ছে। সড়কে আইন মেনে চলায় জেলা পুলিশের পক্ষ থেকে চালকদেরকে একটি করে চাবীর ছড়া উপহার দেওয়া হচ্ছে।