শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন
আরটি হাসানঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে নেট এক্সপ্রেস ব্র্যডব্যান্ড ইন্টারনেট কানেকশনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বনগ্রাম বাজারে নেট এক্সপ্রেসের নিজস্ব কার্যালয়ে এই ইন্টারনেট কানেকশনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সরদার মজিবুর রহমান, সাপ্তাহিক মধুমতি কন্ঠের সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন নেট এক্সপ্রেসের পরিচালক কামাল এবং ব্যবসায়িক পার্টনার মিজানুর রহমান মোল্যা। অনুষ্ঠান পরিচালনা করেন মোজাহিদ মহসিন ইমন। মুকসুদপুর উপজেলা ব্যাপী নেট এক্সপ্রেস ব্র্যডব্যান্ড ইন্টারনেট কানেকশন চলবে বলে জানান প্রতিষ্ঠানের পরিচালক।