মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন

কাশিয়ানীর ইউপি নির্বাচন বিপর্যয়ে টনক নড়েছে মুকসুদপুর আ.লীগের

কাশিয়ানীর ইউপি নির্বাচন বিপর্যয়ে টনক নড়েছে মুকসুদপুর আ.লীগের

মো.তারিকুল ইসলাম: গত ১১ নভেম্বর গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৭টি ইউনিয়ন ছিল উন্মুক্ত এবং গোপালগঞ্জ-১ আসনের আওতাধীন ৭টি ইউনিয়নে আওয়ামীলীগের প্রতিক দেওয়া হয়। এ সাতটি ইউনিয়নে নির্বাচনী পরিবেশ ছিল খুবই সচ্ছ ও নিরপেক্ষ। দীর্ঘদিন পরে নিরিবিলি পরিবেশে বিপুল সংখ্যক ভোটাররা ভোটদিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। এমন সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে সাধারণ মানুষ প্রধান মন্ত্রী শেখ হাসিনা,নির্বাচন কমিশন ও প্রশাসনকে দন্যবাদ জানিয়েছেন। এ সাতটি ইউনিয়নে নৌকা প্রতিকের দুইজন এবং বিদ্রোহী ও স্বতন্ত্র পাঁচজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
কাশিয়ানীর নির্বাচনে আওয়ামীলীগের এমন বিপুল সংখ্যক প্রার্থীর পরাজয়ে মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের নেতাদের টনক নড়েছে। এতোদিন তারা নির্বাচনী কাজে খুব বেশী তৎপর ছিলনা,কারন এ উপজেলা আওয়ামীলীগের ঘাটি বিধায়। সকলেরই ধারনা ছিল,স্বাভাবিক ভাবেই এ উপজেলায় আওয়ামীলীগের প্রার্থীরা জয়ী হবেন। কিন্তু আওয়ামীলীগের শক্ত ঘাটি কাশিয়ানীতে দলের প্রার্থীদের এমন বিপর্যয়ে মুকসুদপুরের প্রার্থীদের নিয়ে সব আওয়ামীলীগ নেতারা শংকিত হয়ে পড়েছেন। প্রতিদিনই দুবেলা উপজেলা কার্যালয়ে চলছে সভা, উপস্থাপন হচ্ছে সব ইউনিয়নের সর্বশেষ পরিস্থিতি। অবস্থা ও প্রেক্ষাপট বিবেচনা করে দেওয়া হচ্ছে দিক নির্দেশনা। বিরামহীনভাবে চলছে জনসভা ও গনসংযোগ। যে সব এলাকায় খুব বেশী যাওয়া প্রয়োজন হতোনা সেখানেও চলছে অহর্নিশ গনসংযোগ। আওয়ামীলীগের এমন নির্বাচনী তৎপরা আগে কখনও দেখা যায়নি। ভোটারদের মধ্যেও চলছে বিচার বিশ্লেষন। উল্লেখ্য উপজেলার ১৬টি ইউনিয়নে নৌকা প্রতিকের ১৬জন প্রার্থীর সঙ্গে ভোট যুদ্ধে নেমেছেন মোট ৬২ জন বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী। আগামী ২৮ নভেম্বর এ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com