সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
নগরকান্দা থেকে বাদশাহ মিয়াঃ
ফরিদপুরের নগরকান্দার ফুলসুতী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে পুনরায় ভোট গ্রহন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে আনোয়ার হোসেন লাবলু ফুটবল প্রতীক নিয়ে ৩৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার এক মাত্র প্রতিদ্বন্দ্বী ফজলুল হক হারুন মোরগ প্রতীক পেয়েছেন ৩৪৭ ভোট। মাত্র ৭ ভোট বেশী পেয়ে আনোয়ার হোসেন লাবলু সদস্য নির্বাচিত হয়েছেন।
দ্বিতীয় ধাপে গত ১১ নভেম্বর নগরকান্দা উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ফুলসুতি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কাওয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সাধারণ সদস্য পদের দু’জন প্রার্থী সমান ভোট পায়।