মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গোপালগঞ্জের মুকসুদপুরে পিঁয়াজের বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। টানা কয়েকদিন বৃষ্টিতে পিঁয়াজের বীজতলায় পানি জমে গেছে। ফলে পিঁয়াজের চারা পঁচে গেছে। এছাড়াও বোরো বীজতলার একই অবস্থা। বীজতলা পানির নীচে ডুবে রয়েছে।
উপজেলার দুয়ারিডাংগা গ্রামের পিঁয়াজ চাষী রফিক মিয়া জানান, অতি বৃষ্টিতে বীজতলায় পানি জমে চারা নষ্ট হয়ে গেছে। এখন নতুন করে আবার বীজ ক্রয় করে বীজতলা তৈরী করতে হবে। বৃষ্টিতে সব শেষ। যেহেতু প্রাকৃতিক দূর্যোগের কারনে ক্ষতি হয়েছে তাই সরকারের নিকট আমাদের বীজ কিনে দেয়ার দাবী জানাই। তিনি জানান, একই গ্রামের আঃমালেক, আতিয়ার শেখ, সাহেদ মোল্লা, মোহাম্মাদ আলী, লুৎফার সেক, রুবেল মুন্সি, আবজাল খন্দকার, সিদ্দিক মুন্সি, মিরাজ ফকির, উজ্জ্বল মুন্সি, শহিদ শেখ, কাসেম, আশু সহ অনেকেই ক্ষতিগ্রস্থ হয়েছে। সরকার যদি আমাদের পাশে থেকে সাহায্য সহযোগিতা না করে তাহলে এত টাকা খরচ করে পুনরায় বীজতলা তৈরী করে পিঁয়াজের আবাদ করা সম্ভব না।
উপজেলা কৃষি কর্মকর্তা মুনিরুজ্জামান বলন, ঘুর্ণিঝড় জাওয়াদের প্রভাবে মুকসুদপুর উপজেলায় পিঁয়াজের বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমান নির্ণয় করতে আমাদের উপ সহকারীরা মাঠে আছেন।