মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে সাবেক ও নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে । এ সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যানসহ উভয় পক্ষের ১০জন আহত হয়েছে । মারাত্মক আহত সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানসহ দুইজনকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে । বুধবার বেলা ১১টার সময় উপজেলার জলিরপাড় বাজারে এ ঘটনা ঘটে ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বেলা ১১টার দিকে মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান রনি আহম্মেদ তার কিছু সংখ্যক লোকজন নিয়ে পার্শ্ববর্তী জলিরপাড় বাজারে আসতেছিল । এসময় একই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানের নাতি সাগর রহমানসহ (২৫) তিনজন একটি মোটরসাইকেল চালিয়ে যাবার সময় মুখোমুখি তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির এক পর্যায় মারপিট শুরু হয় । এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় । এ সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যানসহ উভয় পক্ষের ১০জন আহত হয় । মারাত্মক আহত সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান (৬০) ও তার ভাগিনী রাজিয়াকে (৩০) রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্য পক্ষের কুদ্দুস মোল্যা (৪২) নামে একজনকে ফরিদপুর পাঠানো হয়েছে । অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে উভয় পক্ষ পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমানের ভাই বাচ্চু শেখ জানান, নবনির্বাচিত রনি আহম্মেদ ও তার লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের লোকজনের উপর হামলা করেছে । আমরা এর বিচার চাই। এ দিকে নবনির্বাচিত চেয়ারম্যান রনি আহম্মেদ জানান, পূর্ব পরিকল্পিত ভাবে আমার লোকজনের উপর সাবেক চেয়ারম্যান মজিবুর রহমানের লোকজন হামলা করেছে। এ হামলায় আমাদের সমর্থক মেহেদী হাসান ও কুদ্দুস মোল্যা নামে দুইজন আহত হয়েছে ।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে । এলাকা এখন শান্ত রয়েছে।