মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেড়াখোলায় ড্রাম ট্রাকের চাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রবিবার সন্ধা ৭টার সময় উপজেলার গেড়াখোলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধার নাম মোঃ শাহজাহান মুন্সী (৭৫)। সে গেড়াখোলা গ্রামের মৃত ইন্তাজ মুন্সীর পুত্র।
প্রত্যদর্শীরা জানান, ঢাকা থেকে বিশ্বরোডের গেড়াখোলা নামক স্থানে নেমে রাস্তা পাড় হওয়ার সময় অজ্ঞাত ড্রাম ট্রাকটি বৃদ্ধ শাহজাহান মুন্সীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চত করেছেন।
তিনি আরও জানান, নিহত শাজাহান মুন্সী ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাসে করে মুকসুদপুরের গেড়াখোলা বাসষ্ট্যান্ডে এসে নামেন।
এসময় ঢাকা-খুলনা মহাসড়ক পার হতে গেলে একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।