বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:২০ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে হত দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে কমলেশ্বর পাল ওয়েল ফেয়ার ফাউন্ডেশন। শনিবার (১ জানুয়ারী) বিকালে নিশাতলা সার্বজনীন রাধা গোবিন্দ মন্দিরে দেড় শতাধিক হত দরিদ্রদের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। কমলেশ্বর পাল ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের পরিচালক পরিষদ আমেরিকা প্রবাসী বিশ্ব জিৎ পাল, কল্যাণ পাল এবং মনিকা রানী পালের আর্থিক সহযোগিতায় এই শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানের সভাপতি ছিলেন সমাজ সেবক মঞ্জু মিয়া। সরকারী মুকসুদপুর কলেজের প্রভাষক সনোজ কুন্ডু লিটুর সঞ্চলনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন শিক্ষক নলিনী রঞ্জন সরকার, লিটন সরকার, রিপন সরকার, ফয়েজ ঠাকুর প্রমুখ।
শীত বিস্ত্র বিতরণ অনুষ্ঠানের পরিচালক মিলটন কুন্ডু জানান, কমলেশ্বর পাল ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে দেড় শতাধিক হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আগামীতে এই ফাউন্ডেশনের আয়োজনে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের ব্যবস্থা করা হবে।