বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:১৩ অপরাহ্ন
তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়নের পাইকদিয়া ব্লক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে সমলয়ে বোরো ধানের চারা রোপনের উদ্বোধন হয়েছে।
১১ জানুয়ারী মঙ্গলবার সকালে ২০২১-২২ এর আওতায় হাইব্রিড জাতের বোরো ধানের সমলয়ে চাষাবাদ ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাবির মিয়া। “মুজিব বর্ষের অঙ্গীকার কৃষি হবে দূর্বার” এ শ্লোগানে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক রিনা খাতুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, মুকসুদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা ও তাপসী বিশ্বাস দুর্গা, মোচনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদ হোসেন মোল্যা, সাংবাদিক সরদার মজিবুর রহমান, শহিদুল ইসলাম শহিদ, তারিকুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস, মোচনা ইউপি সদস্য আজাদুর ইসলাম মাহফুজ।
মুকসুদপুর কৃষি সম্পাসারণ অফিসার চৈতন্য পালের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ব্লক মালিক লিয়াকত আলীসহ কৃষি বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।
উপজেলার মোচনা ইউনিয়নের পাইকদিয়া গ্রামে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, আধুনিক ও যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের ব্যয় সাশ্রয় হওয়ার পাশাপাশি উৎপাদন বৃদ্ধি পাবে। তাই এ প্রযুক্তি কৃষকের মধ্যে ছড়িয়ে দিতে হবে। কৃষির বহুমূখীকরণে সকলকে এগিয়ে আসতে হবে।