মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২১ অপরাহ্ন
তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য ‘আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা’ শীর্ষক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) বেলা সাড়ে এগারোটায় উপজেলা ফারুক খান মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকা এর আয়োজনে উক্ত প্রশিক্ষণ কোর্স উদ্ভোধন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের রহমান রাশেদ ।
উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস দুর্গা, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ আলাউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
মুকসুদপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমানের সঞ্চালনায় উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক হায়দার হোসেন ও ছিরু মিয়া।
মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষন কোর্সে
উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ বৃন্দ উপস্থিত ছিলেনন।