মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন
তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় অসহায় ও দুস্থদের মঝে সাড়ে ৪ হাজার কম্বল বিতরণ করেছেন আগ্রণী ব্যাংকের পরিচালক ও আওয়ামীলীগ নেতা কেএমএন মঞ্জুরুল হক লাবলু।
শনিবার দুপুরে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ২ হাজার কম্বল বিতরণ করেন।
পরে তিনি কোটালীপাড়া পৌরসভা কার্যালয়ে ২ হাজার ৫ শ’ কম্বল বিতরণ করেন।
এর আগে তিনি এ দিন সকালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে তিনি ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর জন্য বিশেষ দোয়া মোনাজাত করেন। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান মো. কাবির মিয়া, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, মুকসুদপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল সিকদার, গোপালগঞ্জ অঞ্চলের ডিজিএম ও অঞ্চল প্রধান সমর কুমার রায়, গোপালগঞ্জ শাখার এজিএম দাউদ হোসেন, মুকসুদপুর শাখার ম্যানেজার মো: সিরাজুল ইসলাম, কাশিয়ানী শাখার ম্যানেজার প্রশান্ত কুমার মিত্র, কোটালীপাড়ার শাখা ব্যবস্থাপক উজ্জ্বল মোল্লা, টুংগিপাড়া শাখার ম্যানেজার অসীম কুমার মৃধা, ম্যানেজার কার্তিক চন্দ্র মন্ডল, ঝুটিগ্রাম শাখার ম্যানেজার রিন্টু ভক্ত, বনগ্রাম বাজার শাখার ব্যবস্থাপক সঞ্জয় বাইন, সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।