মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ নেতা অগ্রণীব্যাংকের পরিচালক কেএমএন মঞ্জুরুল হক লাবলু বীর মুক্তিযোদ্ধাদের ১ হাজার কম্বল দিয়েছেন।
আজ সোমবার দুপুরে মুকসুদপুর উপজেলার বনগ্রাম মাঠে তিনি এসব কম্বল মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের হাতে তুলে দেন। এ সময় মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান মোঃ কাবির মিয়া, মুকসুদপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার ফিরোজ খান, ডেপুটি কমান্ডার মোঃ আমির মিয়া, বাটিকামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ এবাদত মাতুব্বর, দিগনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাগর মোল্যা, মুকসুদপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল শিকদার, অগ্রনীব্যাংক বনগ্রাম বাজার শাখার ব্যবস্থাপক সঞ্জয় বাইন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।