শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৫ অপরাহ্ন
মোঃ তারিকুল ইসলাম:
মুকসুদপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লুৎফার রহমান মোল্যার সঙ্গে আসন্ন পৌর নির্বাচন প্রসঙ্গে একান্ত আলাপকালে তিনি জানান, অনেকেই পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন চাইবেন। তবে, দলতো একজনকেই দিবে। তিনি নিজেও মেয়র পদে মনোনয়ন চাইবেন বলে জানান। দলের জন্য যাদের ত্যাগ রয়েছে, যারা দলকে সময় দিয়েছে তারাইতো মনোনয়ন পাবেন এমন প্রত্যাশা তার। দল তাকে মনোনয়ন দিবে এমন কোন ইংগিত পেয়েছেন কিনা এমন এক প্রশ্নের উত্তর এড়িয়ে তিনি বলেন, যথা সময়েই সব জানাবো। দলের প্রতি যার আন্তরিকতা রয়েছে স্থানীয় ও উচ্চ পর্যায়ের নেতাদের প্রতি যাদের অবিচল আস্থা রয়েছে এবং দীর্ঘদিনের পরিশ্রম রয়েছে তারাইতো যোগ্যতার বিচারে এগিয়ে থাকবেন। তিনি জানান, ছাত্রলীগের পরে তাকে উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক হিসাবে দায়িত্ব দেয়া হয়। কৃষকলীগের কমিটি ভেঙ্গে গেলে কমিটির আহবায়ক হিসাবে তিনি দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। দীর্ঘদিনের কর্মের মাধ্যমেই তিনি এতোদুর আসতে পেরেছেন। সংসদ সদস্য মু.ফারুক খান ও তার বড় মেয়ে কানতারা খানের স্নেহধন্য পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লুৎফার রহমান মোল্যা জানান, ছাত্র জীবন থেকে শুরু করে এ পর্যন্ত দল থেকে অর্পিত সকল দায়িত্ব যথাযথ পালন করে আসছি। তার বাবা আলী আহম্মদ খোকা মোল্যাও মৃত্যুর আগ পর্যন্ত দলের জন্য কাজ করে গেছেন। প্রায় ২৪ বছর তিনি টেংরাখোলা ইউনিয়ন ও পৌরসভার কাউন্সীলর ছিলেন। সে সুবাদে নিজ এলাকায় তার বেশ জনপ্রিয়তা রয়েছে। নিজ পরিবারকে আওয়ামী পরিবার হিসাবে দাবী করে তিনি বলেন, দলের জন্য তার এবং তার পরিবারের বিগত দিনের অবদানকে বিবেচনায় এনে আগামী পৌরসভা নির্বাচনে দল তাকেই মনোনয়ন দিবে এমন আশা প্রকাশ করেন।