শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
আরটি হাসানঃ
বরইতলায় শাহ-আলম-নাজমা অনৈতিক সর্ম্পক ফাঁশ শিরোনামে গত ১২ সেপ্টেম্বর বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মুকসুদপুর বাস-মিনিবাস সমিতির দপ্তর সম্পাদক শাহ আলম ও গৃহবধু নাজমা বেগম, তার স্বামী ইজি বাইক চালক হাবিবুর শেখ ও খালেদা বেগম।
এক বিবৃতির মাধ্যমে প্রতিবাদ জানিয়ে তারা বলেন, কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল বরইতলায় শাহ-আলম-নাজমা অনৈতিক সর্ম্পক ফাঁস শিরোনামে নিউজ পরিবেশিত হয়। উক্ত সংবাদটি আমারদে দৃষ্টিগোচর হয়। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মগড়া ও উদ্দেশ্য প্রণোদিত। একটি কুচক্রী মহল আমাদের কর্মক্ষেত্রে ও সামাজিকভাবে হেয় করতে প্রতিবেদককে দিয়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচার করিয়েছে। এছাড়া আগামীতে মুকসুদপুর বাস-মিনিবাস সমিতির নির্বাচনে আমাকে হেও করে তারা সার্থ হাসিল করার জন্য এ কাজ করেছেন। প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রকাশিত সংবাদে উল্লেখ্য করা হয়,
অনৈতিক সম্পর্কের ঘটনা বাহিরে ছড়ানোর দোষারোপ করে সাথী খানম ও তার মা খালেদা বেগমকে হুমকি ধামকি দিয়ে গালিগালাজ করেন শাহআলম ও নাজমা।
খালেদা বেগম ও তার মেয়ে সাথি খানম বলেন এ-কথা অসত্য বানোয়াট, মিথ্যা। শাহ-আলম ভাই আমাদের একজন শুভাকাঙ্খী,তাকে জড়িয়ে আমাদের সাথে এমন একটা ভিত্তিহিন সংবাদ প্রচার করায় তিব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া উল্লেখিত সংবাদের আরো দুই সাক্ষী আওলাদ ও দেলোয়ার বলেন এমন ঘটনার বিষয়ে আমরা কিছু জানিনা। আমাদের অজান্তে প্রতিবেদক তার মনগড়া বক্তব্য আমাদের নামে প্রকাশ করেন। যেটা মোটেও কাম্য ছিলনা। আমি এর বিচার দাবী করছি।