শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪২ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গত ২৫ ডিসেম্বর বেসরকারী একটি আইপি চ্যানেলে প্রচারিত সংবাদে অস্ত্রের হাতে জিম্মি করে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করেছে বলে উল্লেখ করা হয়েছে সেই সংবাদের প্রতিবাদ জানিয়েছেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের চকসিং গ্রামের রুবেল বিশ্বাস।
প্রতিবাদ লিপিতে তিনি বলেন, সি.এন.এন বাংলা আইপি টিভিতে যে সংবাদ প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন এবং সাংবাদিক কে মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি প্রচার করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানান, গত ২৫ শে ডিসেম্বর খ্রিষ্টান ধর্মের উৎসব উদযাপিত হয়। ঐদিন একই গ্রামের অধিবাসী জমির দালাল দানিয়েল বৈরাগির কাছে পাওনা ৪ লক্ষ ৮২ হাজার টাকা পরিশোদের কথা থাকে। ওই তারিখে টাকা দেওয়ার কথা থাকলেও তিনি টাকা না দিয়ে তালবাহানা শুরু করে এবং ওই টাকার বিষয়ে গ্রামবাসি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ উপজেলা চেয়ারম্যান শালিসি করলেও টাকা না দিয়ে উল্টা আমাদের নামে মুকসুদপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগে উল্লেখ করা হয় আমরা সন্ত্রাসী চাঁদাবাজ ও অস্ত্রের মুখে জিম্মি করে মারপিট করেছি যা মোটেই সত্য নয়। বড় দিন উৎযাপনের সময় এই মিথ্যা ও বানোয়াট ঘটনা সাজিয়ে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সেটা প্রচার করে। সে কারনে আমাদের খ্রিষ্টান ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ ভিত্তিহীন সংবাদে সম্মানের হানি ঘটেছে। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। উল্লেখ্য দানিয়েল বৈরাগি এলাকার চিহ্নিত একজন জমি বিক্রির দালাল সে হিন্দু সম্প্রদয়ের জমি ক্রয় বিক্রয় করে দেয়। এলাকায় তার বিরুদ্ধে বিরুপ মন্তব্য শোনা গেছে।