মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে জেলা প্রশাসকের পূজা মন্ডপ পরিদর্শন মুকসুদপুরের বাটিকামারিতে বাৎসরিক নৌকা বাইচ অনুষ্ঠিত মুকসুদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোপালগঞ্জে ব্যবসায়ীর নিকট থেকে রেড ক্রিসেন্টের অডিট অফিসার পরিচয়ে অর্থ আত্মসাৎ মুকসুদপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের চারপাশে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসারকে পৌরসভার প্রশাসক নিয়োগ না ফেরার দেশে পাড়ি জমালেন বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী মুকসুদপুরে নিখাঁজের চারদিন পর পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার গোপালগঞ্জ জেলার মানুষের সেবা করতে এসেছি : জেলা প্রশাসক নবাগত অফিসার ইনচার্জের সাথে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের মতবিনিময়
মুকসুদপুরের জলিরপাড় ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানের শপথ বাক্য পাঠ

মুকসুদপুরের জলিরপাড় ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানের শপথ বাক্য পাঠ

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান বিভা মন্ডলের শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ শপথ বাক্য পাঠ অনুষ্ঠানের আয়োজন করেন।সোমবার (৮ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ হোসেন, সহকারী কমিশনার রাসেল মুন্সীসহ চেয়ারম্যানের কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। গত ৯ মার্চ (শনিবার) সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত জলিরপাড় ইউনিয়নের ৯টি কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে আনারস প্রতীক নিয়ে বিভা মন্ডল ৫ হাজার ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিপ্লব মজুমদার মটরসাইকেল প্রতীকে পান ৩ হাজার ৬’শ ২৮ ভোট। জলিরপাড় ইউনিয়ন প‌রিষদের সাবেক চেয়ারম্যান মিহির কান্তি রায় মৃত্যুবরণ করায় চেয়ারম্যান পদটি শূন্য হয়েছিল। শপথ বাক্য পাঠ শেষে নব নির্বাচিত চেয়ারম্যান বিভা মন্ডল বলেন, এলাকার রাস্তা-ঘাটসহ যেসকল জায়গায় উন্নয়ন প্রয়োজন সেসব স্থান উন্নয়ন করা জন্য চেষ্টা করবো। প্রধানমন্ত্রী ঘোষনা অনুযায়ী জলিরপাড় ইউনিয়ন পরিষদকে স্মার্ট ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে চাই। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, যেসব বাক্য পড়ে শপথ পাঠ করা হলো যেসব বিষয় মাথায় রেখে ইউনিয়ন পরিষদের কর্মকান্ড পরিচালনা, সরকার ইউনিয়ন পরিষদের উপর যেসব দায়িত্ব অর্পণ করেছে সেসব যথাযথভাবে পালন করার আহবান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com