বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সালথায় বল্লভদী সাহিত্য উৎসব ও সম্মাননা প্রদান মুকসুদপুরে ইউএনও’র সাথে সাংবাদিকদের মত বিনিময় মুকসুদপুরে সরকারি সাবের মিয়া জসিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ত্রুীড়া প্রতিযোগিতা মুকসুদপুরে সিনজেনটার কীটনাশক নকল ও ভেজাল প্রতিরোধে করনীয় কর্মশালা অনুষ্ঠিত মুকসুদপুরে ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মুকসুদপুর পৌরসভার সেবা কার্যক্রম স্থবির, চরম দুর্ভোগে পৌরবাসী মুকসুদপুরে দেশীয় অস্ত্র ও পিক-আপসহ ৬ ডাকাত আটক গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন এম. আনিসুল ইসলাম ভুলু কোটালীপাড়ায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন এম. আনিসুল ইসলাম ভুলু

গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন এম. আনিসুল ইসলাম ভুলু

বাদশাহ মিয়াঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ – ১ (মুকসুদপুর – কাশিয়ানী) আসনের স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এম. আনিসুল ইসলাম ভুলু।

বুধবার (১৫ জানুয়ারি) মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঝুটিগ্রাম নিজবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে এম.আনিসুল ইসলাম ভুলু আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অভিমত ব্যক্ত করেন। সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে এই অঞ্চলের সর্বস্তের মানুষের আর্থিক ও সমাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবেন বলে জানান তিনি।

এম.আনিসুল ইসলাম ১৯৫৯ সালের ১৬ই মার্চ গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ঝুঁটিগ্রামের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তাঁর পিতা মরহুম নজিবর রহমান তৎকালীন ব্রিটিশ ভারতের পুলিশ বিভাগে কর্মরত থেকেই কর্মজীবন শেষ করেন।
তার পরিবারটি দীর্ঘ ঐতিহ্যের অধিকারী। তার প্রপিতামহ মতিউল্লাহ মিয়া ছিলেন, ১৮৯৭ সালে কলকাতা হাইকোর্টের একজন সম্মানিত আইনজীবী। ঐতিহ্যবাহী পারিবারিক পরিবেশ তাকে শৈশব থেকেই নেতৃত্ব ও সেবার প্রতি অনুপ্রাণিত করে।
এম.আনিসুল ইসলাম ১৯৮১ সালে ঢাকা কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

ছাত্র জীবনে ছাত্ররাজনীতিতে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। তিনি এই সময়ে আদর্শিক নেতৃত্বের মাধ্যমে নিজের পরিচিতি গড়ে তোলেন। পেশাগত জীবন শুরু করেন গার্মেন্টস শিল্পে। পরবর্তীতে ১৯৮৪ সালে তিনি প্যাকেজিং শিল্পে ব্যবসা শুরু করেন এবং নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেন।
বর্তমানে তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, বেওভারসিজ ট্রেড কনসোর্টিয়াম লিমিটেড।

ইতিমধ্যে নির্বাচনী এলাকায় ব্যাপকভাবে গণ-সংযোগ ও ঘরোয়া মিটিং করে চলছেন। এলাকায় তিনি প্রথমবারের মত নির্বাচনে প্রতিদ্বন্দিতার ঘোষনা দেয়ায় জনগণের মধ্যে তাকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মুকসুদপুর কাশিয়ানীর সকল শ্রেণী পেশার মানুষ তাকে গ্রহন করে নেবে এমনটি প্রত্যাশা তার। তিনি এ এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার লক্ষ্যেই নিয়মিত ভাবে কাজ করে যাচ্ছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com