সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

কোটালীপাড়ায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

কোটালীপাড়ায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগুফতা হক এর সাথে কোটালীপাড়ায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৩ জানুয়ারি) উপজেলা পরিষদে মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকবৃন্দ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ইউএনওর দৃষ্টি আকর্ষণ ও সমস্যা সমাধানে তার সহযোগিতা কামনা করেন।

ইউএনও সাগুফতা হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মোল্লা, কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এফ.এম মাহাবুব সুলতান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অংকন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ , রিপোর্টাস ক্লাবের সভাপতি মোল্লা মহিউদ্দিনসহ মো. ইমরান হোসেন, এইচ এম আবুল বাশার, শাহ আলম, হাসিবুর রহমান, মো. সেলিম, পঙ্কজ বিশ্বাস,নাবিলা খান সহ অনান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নব যোগদানকৃত ইউএনও সাগুফতা হক বলেন, আইন ও সরকারী নির্দেশনা অনুযায়ী সবার সাথে সমন্বয় করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাব। সেবা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা সবার জন্য প্রশাসনের দরজা উন্মুক্ত থাকবে বলে তিনি মতবিনিময় সভায় বক্তব্য দেন।

উল্লেখ্য, ৩৫ তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা বৃহস্পতিবার (২ জানুয়ারি) দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ঢাকা বিভাগীয় কার্যলয়ের সিনিয়র সহকারী কমিশনার (এপিএমবি) পদে কর্মরত ছিলেন। সাগুফতা হক দিনাজপুর জেলর কৃতি সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, এক পুত্র সন্তানের জননী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com