মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:২২ অপরাহ্ন

মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ। আহত ২০

মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ। আহত ২০

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির দুই গ্রুপের মধ্য সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছ। এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালিয়েছে সংঘর্ষকারীরা। আহত হয় দুই পক্ষের অন্তত ২০ জন।
পুলিশ জানায়, শুক্রবার দুপুর মুকসুদপুর কাঠপট্টি এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে বিএনপির নববর্ষের শুভেচ্ছা ক্যালেন্ডার টাঙ্গায় কেন্দ্রীয় বিএনপি’র সহ আইন বিষয়ক সম্পদক সৈয়দ জয়নাল আবেদিন মেজবাহ’র সমর্থক জিম মোল্যা। সেই ক্যালেন্ডার ছিড়ে ফেলে বিএনপি’র ফরিদপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের কয়েকজন সমর্থক। পরে জীম ডায়গনেস্টিক সেন্টারের সামনে সেলিমুজ্জামানের পোস্টার টাঙ্গাতে বাঁধা দেয় জীম মোল্যা। এরই জের ধরে সন্ধ্যায় সেলিমুজ্জামানের সমর্থকরা জীমের বাবা হাবিব মোল্লা কে বেধড়ক মারপিট করে জীম ডায়গনস্টিক সেন্টার ভাংচুর চালায়। এ নিয়ে দু’জনের সমর্থকদের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ। থেমে থেমে বাধে সংঘর্ষ। মুকসুদপুর থানা পুলিশ দুই পক্ষকেই শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। দুই পক্ষের লোকজনই লাঠিসোটা নিয়ে রাস্তার অবস্থান নেয়। ভাঙচুর চালানো হয় তিনটি ডায়াগনস্টিক সেন্টারসহ দশটি ব্যবসা প্রতিষ্ঠানে। আহত হয় উভয়পক্ষের অন্তত ২০ জন। পুনরায় পুলিশের হস্তক্ষেপে রাত ৯ টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com