সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

মুকসুদপুরে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

মুকসুদপুরে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

বাংলার নয়ন সংবাদঃ
“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবে বিশ্বময়” এই শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারী) দুপুরে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে, উপজেলা পরিষদ চত্তর অডিটোরিয়ামে এ মেলা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক মাহবুব হাচান বাবরের সঞ্চালনায়, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসকের সহধর্মিণী উম্মে সালমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রায়হান ইসলাম শোভন, উপজেলা সমাজসেবা অফিসার মোশাররফ হোসেনসহ প্রমূখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, বিজয়ীদের পুরস্কার প্রদান সহ ১৫০ জন শিক্ষার্থীকে হাইজিন কিডস এবং ৩৫০ জন শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com