শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

মুকসুদপুরে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় উদ্বোধন

মুকসুদপুরে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় উদ্বোধন

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারী) বিকেলে মুকসুদপুর উপজেলা সদরের কমলাপুরে জামায়াতে ইসলামীর উপজেলার দলীয় কার্যালয় উদ্বোধনসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে আমীর ইমরান হোসেন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রেজাউল করিম।

পৌর জামায়াতের সাধারণ সম্পাদক আবু তালিব ফরাজীর সঞ্চালনায়, আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল ওহাব মোল্লা, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক আল মাসুদ খান, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল আজিজ প্রমূখ।
এসময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ বিএনপি, ইসলামি আন্দোলন, খেলাফত মজলিস, গন অধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে, শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com