শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:২১ অপরাহ্ন
আবুল কালাম আজাদ: গোপালগঞ্জ জেলার কোটালাপাড়া উপজেলায় ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২০ ডিসেম্বর) উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নে অনুষ্ঠিত এই মাঠ দিবসে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলার মাঠ দিবস অনুষ্ঠিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের উপসচিব হাসানুজ্জামান , জেলা মৎস্য অফিসার বিজন কুমার নন্দী , সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ দা) দেবাশীষ বাছাড়, আসলাম হোসেন শেখ, চাষী, সাংবাদিকবৃন্দ।
বক্তারা বর্তমানে জলবায়ু পরিবর্তনজনিত কারনে চাষীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে করনীয় ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছচাষ করে মাছের উৎপাদনবৃদ্ধির মাধ্যমে এসডিজি(ঝউএ) এর লক্ষ্যমাত্রা পূরণ ও নিরাপদ খাদ্য সরবারহের দিকে গুরুত্ব আরোপ করেন।
এছাড়াও মৎস্য চাষীগণ, মৎস্য অধিদপ্তরের কাজে সন্তোষ প্রকাশ করেন ও ধন্যবাদ জানান। পরে একটি পাংগাস চাষের প্রদর্শণী পুকুরে জাল টেনে মাছের উৎপাদন পর্যবেক্ষণ করা হয়।