বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরের গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির গণ মিছিল

মুকসুদপুরের গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির গণ মিছিল

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কালিদাহরপাড় বাজার থেকে একটি গণ মিছিল বের হয়। গণ মিছিলটি গোবিন্দপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। এতে প্রায় শতাধিক মোটর সাইকেল, দেড় শতাধিক অটোভ্যান ও একটি পিকাপে করে প্রায় দুই হাজার নেতাকর্মী অংশ নেয়।

গণ মিছিল শেষে আলোচনা সভায় মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভপতি মো. রবিউল ইসলাম মুন্সীর সভাপতিত্বে বক্তব্য রাখেন গোবিন্দপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি দিদারুল আলম রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কাজী হাসিব রানা, ওয়ার্ড বিএনপি নেতা নান্নু শেখ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কেন্দ্রীয় বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায় রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা এই গণ মিছিল করলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ ( মুকসুদপুর-কাশিয়ানী) আসনে জননেতা সেলিমুজ্জামান সেলিমকে দলীয় মনোনয়ন দিলে আমরা তাকে বিপুল ভোটে নির্বাচিত করবো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com