শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন

মুকসুদপুরের বানিয়ারচর ক্যাথলিক চার্চে মার্কিন রাষ্ট্রদূতের পরিদর্শন

মুকসুদপুরের বানিয়ারচর ক্যাথলিক চার্চে মার্কিন রাষ্ট্রদূতের পরিদর্শন

শহিদুল ইসলাম:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর ক্যাথলিক চার্চ পরিদর্শন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার। শুক্রবার সকাল পোনে ৯টার সময় গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে ক্যাথলিক চার্চ পরিদর্শন করেন । তিনি পোনে ৯টার সময় বানিয়ারচর এসে পৌছালে খ্রিষ্টানধর্মালন্বীর শতশত লোক তাকে ফুলের তোরা দিয়ে অভ্যর্থনা জানান ।

পরে বানিয়ারচর ক্যাথলিক চার্চের পালক পুরোহিত ফাদার রিংকু গোমেজ এর সভাপতিত্বে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার তার বক্তব্যে বলেন, এই জায়গা ভিজিট করেছি এবং সব কিছু দেখেছি। এটা আমাকে স্বরন করিয়ে দেয় যে আমরা সবাই ইশ্বরের সন্তান। ধন্যবাদ জানাই সুন্দর করে এখানকার ইতিহাস সবকিছু জানানোর জন্য এবং যে ঘটনা এখানে ঘটেছে আমেরিকান প্রেসিডেন্টের পক্ষ থেকেও শোক প্রকাশ করি ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ক্যাথলিক চার্চের বরিশাল বিভাগের বিশপ লরেন্স সব্রত হাওলাদার, ফাদার লাজারুচ গোমেজ, বিভুদান বৈরাগী প্রমুখ । এসময় উপস্থিত ছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের স্ত্রী মিজ মিশেল,

সার্কেল এসপি (মুকসুদপুর-কাশিয়ানী) মোঃ আনোয়ার হোসেন ভুইয়া,মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাসলিমা আলী, ওসি মোস্তফা কামাল পাশা, সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বাশার, ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র বৈরাগী প্রমূখ । পরে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার ২০০১ সালে ৩রা জুন ধর্মীয় অনুষ্ঠান চলাকালে বোমা বিস্ফোরনে ১০জন নিহতদের কবর স্থানে গিয়ে মোমবাতি জ্বালিয়ে শোক প্রকাশ করে এবং নিহতদের পরিবারদের শান্তনা দেয় ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com