বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৪৮ অপরাহ্ন
নাজমুল হক নাহিদ, নওগাঁ:
বানিজ্যিক ভাবে আম চাষের জন্য জেলার মধ্যে আমের শহর নামে খ্যাত নওগাঁর সাপাহারে বেশ জমকালোভাবে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
সাপাহার উপজেলা সদরের জিরো পয়েন্ট গোল চত্বরে স্বাধীনতা মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার কল্যান চৌধুরীর সভাপতিত্বে বৃক্ষ ও ফলদ মেলায় প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপনের উপর বিশেষ গুরুত্ব রেখে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্য মন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন,সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকা,অফিসার ইনচার্জ ওসি আব্দুল হাই নিউটন,কৃষি অফিসার মজিবর রহমান প্রমুখ ।
এবারের বৃক্ষ মেলায় জেলার বিভিন্ন উপজেলা হতে প্রায় অর্ধশত নার্সারী মালিকগণ বাহারী রকমের হরেক ফল, ফুল ও বনজ বৃক্ষের সমাহার ঘটিয়েছেন। মেলায় ক্রেতা সমাগমে ভওে উঠেছে স্টল গুলো।মেলা কতৃপক্ষ আশা করছে এবার অন্যান্ন বারের চেয়ে ব্যাপক গাছ বিক্রয়ের সম্ভাবনা রয়েছে এবং মেলাতে ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে। #