মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন
সেতু আক্তার, মধুখালী প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে ডাঃ মঈন চক্ষু ও ফ্যাকো সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরে অবস্থিত ফাতেমা মার্কেটের দ্বিতীয় তলায় ডাঃ মঈন চক্ষু ও ফ্যাকো সেন্টার মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফাতেমা ডেন্টাল ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মুন্সি ফারুক হোসেনের সভাপতিত্বে ও ডাঃ সুলতান আহম্মদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সার্জন ও চক্ষু চিকিৎসক ডাঃ মঈন হাসান, বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাঃ বাবুল রশিদ, কামরুজ্জামান ও মির্জা হিজবুল সহ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি স্বল্প খরচে বিশ্বের সর্বাধুনিক ফ্যাকো মেশিনে ছানি অপারেশন ও দারিদ্রদের বিনা খরচে চিকিৎসার ঘোষনা দেন ।