মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের রাজৈর উপজেলা সদর হাসপাতালে ভর্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে মশারী ও সকল রোগীদের মধ্যে উন্নতমানের খাবার সরবরাহ করেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্যা,
এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগ সেক্রেটারি শাহজাহান খান, সাংগঠনিক সম্পাদক আবু বকর লেলিনসহ নেতৃবৃন্দ।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ কুমার জানান, আজ শুক্রবার সকালে জেলা আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্যা রাজৈর হাসপাতালে ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগীদের জন্য ৫০টি মশারী ও ভর্তি সকল রোগীদের জন্য উন্নতমানের খাবার সরবরাহ করেছেন।
বর্তমানে ১৫জন রোগী ভর্তিসহ ৫০ রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তবে এ পর্যন্ত কোন অঘটন ঘটেনি। এ হাসপাতালটিতে তিন বছর যাবৎ ল্যাব টেকনিশিয়ান নেই। বাইরে থেকে একজন টেকনিশিয়ান এনে পরীক্ষা নিরীক্ষার কাজ চালিযে নিতে হচ্ছে। তবে এ পর্যন্ত কোন অঘটন ঘটেনি।