বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন
এস এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধি:
ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস্ কর্তৃক মানবাধিকার ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ফরিদপুরে পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক আলহাজ্ব অলিয়ার রহমান খান মাদার তেরেসা পিস এ্যাওয়ার্ড -২০১৯ প্রাপ্তি উপলক্ষে অত্র সমিতির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
আজ সোমবার দুপুর ২টার দিকে তিনি ঢাকা থেকে এ্যাওয়ার্ড নিয়ে ফরিদপুর পৌছালে জেলার সিমান্তবর্তী সাইনবোর্ড এলাকা থেকে তাকে ফুল দিয়ে বরণ করেন অত্র সমিতির সকল কর্মকর্তারা।
এরপর তিনি মাচ্চর সমৃদ্ধি কর্মসূচী ইউনিটে এলে সেখানে সমন্বয়কারী মারজান মিয়ার নেতৃত্বে স্বাস্থ্য কর্মকর্তা , সমাজ উন্নয়ন কর্মকর্তা, উদ্যোগ উন্নয়ন কর্মকর্তাসহ শিক্ষিকা এবং স্বাস্থ্য পরিদর্শকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে তিনি কোমরপুর পল্লী প্রগতি সহায়ক সমিতির হেড অফিসে যান। মাদার তেরেসা পিস এ্যাওয়ার্ড -২০১৯ প্রাপ্তি উপলক্ষে সেখানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পল্লী প্রগতি সহায়ক সমিতির ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মোল্যার সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন, আলহাজ্ব অলিয়ার রহমান খান।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, সাবেক যুগ্ন সচিব জাহাঙ্গীর হোসেন। কার্যনির্বাহী পরিষদের ট্রেজারার সৈয়দ নাজমুল হোসেন লোচন। রোটারী ক্লাবের প্রেসিডেন্ট নাজমা আক্তার, ক্রেডিট ম্যানেজার বাহারুল ইসলাম প্রমুখ।