বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:০৩ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদ:
গোপালগঞ্জের মুকসুদপুরে বিজিবি সদস্যের বাড়িতে ডাকাতরা নগদ আড়াই লাখ টাকা ও ৮ ভরি স্বর্নঅংল্কার লুট করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোর রাতে মুকসুদপুর থানার বাটিকামারি ইউনিয়নের জালালমাঠ বাহাড়া গ্রামের বিজিবি সদস্য লিয়াকত আলী মুন্সীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
এসময় লিয়াকত আলীর ছেলে আহম্মেদ রিয়াজ লিমন (২১) ও তার স্ত্রী রাবেয়া সুলতানা (৪৫) এক ডাকাতকে ধরে চিৎকার দিলে প্রতিবেশীরা এসে তাকে আটক করে। বাকী ডাকাতরা পালিয়ে যায়। এসময় ডাকাতের আক্রমনে আহম্মেদ রিয়াজ লিমন ও তার মা রাবেয়া সুলতানা আহত হয়।
পরে এলাকার লোকজন আহত লিমন ও তার মা রাবেয়া সুলতানাকে চিকিৎসার জন্য মুকসুদপুর সদর হাসপাতালে ভর্তি করেছে। আটককৃত ডাকাতকে এলাকার লোকজন মুকসুদপুর থানায় সোপর্দ করে।
মুকসুদপুর থানার এস আই আলিম জানান, ফরিদপুর কোতয়ালী থানাররগুনাথপুর গ্রামের বাবর আলীর ছেলে, হাসান আলী (২৬) নামে এক ডাকাতকে আটক করেছে স্থানীয় জনতা। বাকী ডাকাত দলের ৫সদস্য পালিয়ে গেছে।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গণধোলাইয়ে আহত ডাকাতের চিকিৎসা চলছে।
মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।