শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
বিশ্ব শিক্ষক দিবসে গাইবান্ধায় নানা কর্মসূচী পালিত

বিশ্ব শিক্ষক দিবসে গাইবান্ধায় নানা কর্মসূচী পালিত

গাইবান্ধা জেলা প্রতিনিধি:
৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ২৮ অক্টোবর সোমবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিলো র‌্যালি, আলোচনা সভা ও শিক্ষক-শিক্ষার্থী সমাবেশ।

গণসাক্ষরতা অভিযানের সহায়তায় ছিন্নমূল মহিলা সমিতি ওই কর্মসূচীর আয়োজন করে। এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি ডিসি অফিস চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পলাশবাড়ী রোডস্থ ছিন্নমূল মহিলা সমিতিতে গিয়ে শেষ হয়।

র‌্যালির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আবদুল মতিন। পরে ছিন্নমূল মহিলা সমিতি মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থী সমাবেশ উপলক্ষে আলোচনা সভায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জেলা সভাপতি অধ্যক্ষ একরামূল হক খানের সভাপতিত্বে অতিথির বক্তব্য রাখেন উপ-সচিব ডিডি এলজি মোছা. রোখছানা বেগম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন, উপানুষ্ঠানিক শিক্ষার সহকারী পরিচালক মো. মেহেদী আকতার, গণস্বাক্ষরতা অভিযানের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মো. আবদুর রউফ, ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মো. মুর্শিদুর রহমান খান, ব্র্যাক প্রতিনিধি অমল কুমার দাম,

ফ্রেন্ডশীপ প্রতিনিধি মো. আবদুস সালাম, ছিন্নমূল মহিলা সমিতির প্রোগ্রাম অফিসার এবিএম মাসুদুন্নবী প্রামাণিক লিপন, সাংবাদিক উজ্জল চক্রবর্ত্তী, শিক্ষক মো. সাইফুল ইসলাম প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com