রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:৫৭ পূর্বাহ্ন

ভারত-বাংলাদেশ মৈত্রী এ্যাওয়ার্ড পেলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ অলিয়ার রহমান খান

ভারত-বাংলাদেশ মৈত্রী এ্যাওয়ার্ড পেলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ অলিয়ার রহমান খান

এস এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধি:
সমাজ সেবা ও মানবাধিকার সুরক্ষায় ভারত-বাংলাদেশ মৈত্রী এ্যাওয়ার্ড পেলেন ফরিদপুর পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ অলিয়ার রহমান খান।

এ উপলক্ষে আজ সোমবার বেলা ১১টায় ফরিদপুরের আলিপুর পল্লী প্রগতি সহায়ক সমিতির প্রধান কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আলহাজ্জ অলিয়ার রহমান খানকে ফুল দিয়ে সংবর্ধনা জানান অত্র সংগঠনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ। এসময় সংগঠনের প্রশাসন ম্যানেজার শ্যামল কুমারের সঞ্চালনায় এবং কোষাদক্ষ সৈয়দ নাজমুল হাসান লোচনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন,

পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ অলিয়ার রহমান খান। উপ-পরিচালক আব্দুল কুদ্দুস মোল্যা। কার্যক্রম পরিচালক মোঃ আকরাম হোসেন। সহকারী ক্রেডিট ম্যানেজার বাহারুল ইসলাম, অহেদুনবী খান, বোয়ালমারী জোনাল ম্যানেজার বদিউর রহমান খান প্রমুখ।

উল্লেখ্য- গত ৮ নভেম্বর কোলকাতা সংস্কৃতি বিষয়ক পত্রিকা সৃজন বার্তা আয়োজিত ভারত- বাংলাদেশ মৈত্রী এ্যাওয়ার্ড ২০১৯ প্রদান করা হয়। সমাজ সেবা ও মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশ থেকে পুরস্কার প্রাপ্ত হন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ অলিয়ার রহমান খান। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মন্ত্রী, বুদ্ধিজীবিসহ অনেকে উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com