শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন

মুকসুদপুরে পৈত্রিক জমি জবর দখলে নেয়ার চেষ্টার বিরুদ্ধে আদালতে মামলা

মুকসুদপুরে পৈত্রিক জমি জবর দখলে নেয়ার চেষ্টার বিরুদ্ধে আদালতে মামলা

মুকসুদপুর, গোপালগঞ্জঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের মৃত আঃ খালেক মোল্যার ছেলে হারুনার রশিদ মোল্যা ওরফে চুন্নু মোল্যা তার পৈত্রিক জমি একই গ্রামের মৃত জালাল উদ্দিন মুন্সীর ছেলে আক্কাস মুন্সী (৪৮)ও তৈয়ব মুন্সী (৫০) জোর করে দখল করার চেষ্টা করছে বলে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট গোপালগঞ্জ বরাবর অভিযোগ দায়ের করেছেন।
দায়েরকৃত অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার ৭১ নং ছোট বাহাড়ার বিআরএস ০১নং দাগের ১২ শং জমি এবং একই মৌজার ২৭ নং দাগের ৯.৫০ শং মোট ২১.৫০ পৈত্রিক জমি যা তার বাবার নামে পূর্বের সকল রেকর্ডকৃত ভোগ দখল করে আসছিল। বিবাদীগন অনেক দিন আগে থেকেই উক্ত জমি দখল করার চেষ্ট করছিল। গত ২/১১/১৯ তারিখে আরো কয়েকজন ভাড়াটিয়া নিয়ে উক্ত জমি দখল করার চেষ্টা করলে এলাকার লোকজনের বাঁধার মুখে দখল করতে না পেরে ফেরৎ যায়। ফেরৎ যাওয়ার সময় প্রাণ নাশের হুমকী সহ বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে যায় বলে জানায় বাদি হারুনার রশিদ মোল্যা। বিবাদী আক্কাস মুন্সী খান্দাড়পাড়া ভুমি অফিসে পিয়ন পদে চাকুরি করেন। জমি প্রসংঙ্গে গ্রাম পর্যায় একাধিকবার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মিমাংসা হয়। পরবর্তীতে ২ সেপ্টম্বর আক্কাস থানায় একটি অভিযোগ দাখিল করেন, দাখিলকৃত অভিযোগ অনুযায়ী এস আই জহির হাসান গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গত ৬ সেপ্টেম্বর পূনরায় উভয় পক্ষকে মিমাংসা করিয়ে দেন কিন্তু আক্কাস পরবর্তীতে শালিশবর্গের কাথা অমান্য করে বিভিন্ন প্রকার ভয়ভিতি প্রদর্শন করে আসছেন। এতে উভয় পক্ষের মধ্যে আইনশৃংখলা ভঙ্গের আসংকায় গোপালগঞ্জ বিজ্ঞ আদালতে হারুন অর রশিদ একটি অভিযোগ দায়ের করেন। বিজ্ঞ আদালত আবেদনটি বিবেচনায় নিয়ে বিবাদীয় জমিতে ১৪৪/১৪৫ ধারায় নিষেধাজ্ঞা জারী করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com