মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন
ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় মাদক ব্যবসায়ীকে আটক করতে গিয়ে মো. জুম্মন হাওলাদার (৩১) নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছে। আহত পুলিশ কনস্টেবল ফরিদপুর জেলা ডিবি পুলিশের সদস্য।
স্থানীয় সুত্রে জানাযায়, রোববার দুপুরে উপজেলার আলগী ইউনিয়নের আলগী গ্রামের মৃত হাবিবুর রহমানের (হবি) ছেলে নজরুল সরদার দীর্ঘদিন মাদক ব্যবসায় জড়িত। পুলিশ তাকে আটক করতে গেলে ধস্তাধস্তির এক পর্যায় কনস্টেবলের মাথায় আঘাত করে নজরুল সরদার।
পুলিশ সুত্রে জানাযায়, মাদক ব্যবসায়ী নজরুল মাদকের বড় একটি চালান সরবরাহ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা হিসেবে ছদ্মবেশে পুলিশের টিম সেখানে যায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করে নজরুল। ধস্তাধস্তির এক পর্যায় কনস্টেবলকে আহত করে সে পালিয়ে যায়।
পরবর্তীতে আহত জুম্মনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ বিষয়ে ডিবি পুলিশের ইনচার্জে থাকা আহাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, একটি টিম ছদ্মবেশে মাদকের অভিযানে সেখানে যায়। মাদক দেয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সে ধাক্কা মেরে পালিয়ে যায়।