বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত মুকসুদপুরে সিসিডিবি’র কৃষি বন্ধু চুলা ও হাঁসের খামার স্থাপনের জন্য অনুদান সহায়তার চেক বিতরণ মুকসুদপুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সালথায় বল্লভদী সাহিত্য উৎসব ও সম্মাননা প্রদান মুকসুদপুরে ইউএনও’র সাথে সাংবাদিকদের মত বিনিময় মুকসুদপুরে সরকারি সাবের মিয়া জসিমুদ্দীন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ত্রুীড়া প্রতিযোগিতা মুকসুদপুরে সিনজেনটার কীটনাশক নকল ও ভেজাল প্রতিরোধে করনীয় কর্মশালা অনুষ্ঠিত মুকসুদপুরে ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মুকসুদপুর পৌরসভার সেবা কার্যক্রম স্থবির, চরম দুর্ভোগে পৌরবাসী মুকসুদপুরে দেশীয় অস্ত্র ও পিক-আপসহ ৬ ডাকাত আটক
মুকসুদপুরে হত দরিদ্রদের চাউল কালো বাজারে বিক্রির অভিযোগ

মুকসুদপুরে হত দরিদ্রদের চাউল কালো বাজারে বিক্রির অভিযোগ

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়নে হত দরিদ্রদের চাউল ইউনিয়নের ডিলার নিজামুল হক কালো বাজারে বিক্রি করেছেন বলে জেলা খাদ্য কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন একই ইউনিয়নের বাসিন্দা আলিম মুন্সি, ফুরকান মুন্সি, মহাসিন মুন্সি, রিপন সরদার ও গোলজার হোসেন।
দরিদ্র তালিকার নম্বরসহ ১৬জন দরিদ্রের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে যে, গত ২৯.১০.২০১৬ থেকে ২৭.১১.২০১৯ পর্যন্ত তারা এমন অনিয়ম করে আসছেন। এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তাকে মৌখিকভাবে এবং লিখিতভাবে অভিযোগ করা হলেও তিনি আইনগত কোন পদক্ষেপ নেননি বলে জানান অভিযোগকারিরা। প্রবাসে চাকুরী করেন এবং বাড়িতে দালান ও পাকা ঘর আছে এমন সব মানুষের নাম দিয়ে সে চাউল কালো বাজারে বিক্রি করছে বলে তারা জানায়।
প্রাসংগীক বিষয়ে মোবাইল ফোনে আলাপকালে উপজেলা খাদ্য কর্মকর্তা জানান, বিষয়টি তিনি তদন্ত করছেন এবং দুই উপকারভোগি চাউল পায়নি মর্মে নিশ্চিত হয়েছেন। তিনি জানান, ইউপি চেয়ারম্যানগন যাদের নাম দেন তাদের নামেই চাউল বরাদ্দ দেয়া হয়। ইউনিয়নের ট্যাগ অফিসার পরিবার পরিকল্পনা অফিসার শহিদুল ইসলাম জানান, তিনি একটি অভিযোগ পেয়েছেন, এ বিষয়ে তার আইনগত যতটুকু করার তা তিনি করবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com