রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদ:
“সত্য মিথ্যার যাচাই বাচাই আগে,্ ইন্টারনেটে এ শেয়ার পরে” প্রতিবাদ্য বিষয় সামনে রেখে সারাদেশের ন্যায় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ উপলক্ষে
আজ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালী উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নবাগত মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম, মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফাইজুল ইসলাম ও সাপ্তাহিক মধুমতি কন্ঠের সম্পাদক শহিদুল ইসলাম শহীদ প্রমূখ। বাটিকামারী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা রফিকুল ইসলামের পরিচালনায় সভায় উপজেলার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা গন উপস্থিত ছিলেন।