মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন
ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় অসহায়, দুস্থ ও এতিম শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি আলহাজ্ব আলী ভূঁইয়া।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় আলহাজ্ব আলী ভূঁইয়ার প্রতিষ্ঠিত উপজেলার আলগী ইউনিয়নের শাহ্ মল্লিকদী মাখঝানুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মহিলা ও পুরুষদের একাধিক সাড়ীতে ছয়শ কম্বল বিতরণ করা হয়।
এ সময় তিনি বলেন, যারা অসহায়, গরীব দুস্থ শীতে অনেক কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছে তাদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। তিনি মাদ্রাসা ও এতিমখানা সম্প্রসারণে সকলের দোয়া কামনা করেন। সমাজের বিত্তবানদের প্রতি স্ব স্ব স্থান থেকে অসহায়, দুস্থদের পাশে সহমর্মিতার সাথে এগিয়ে আসার আহŸান জানান।
ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ এসকেনদার ভূঁইয়া বলেন, দান করলে বাড়ে কমে না, আল্লাহ বরকত দেয়। ইতোপূর্বে অর্ধশতাধিক অসহায় ও গরীবদের বাসস্থানের জন্য ঘর তৈরি ও ৩০ টি ভ্যানগাড়ী বিতরণ করেছেন আলী ভূঁইয়া। ইউপি চেয়ারম্যান কাউসার ভূঁইয়া এ সময় উপস্থিত ছিলেন। কম্বল নিতে আসা বয়স্ক মহিলা ও পুরুষদের অনেককেই আবেগ আপ্লুত খুশি মনে ফিরতে দেখা গেছে।