বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৫৯ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরের জলিরপাড় আশ্রয়ণ প্রকল্পের করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের মাঝে সরকারি সহায়তার আওতায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৫এপ্রিল) দুপুরে ওই আশ্রয়ণ প্রকল্পের ২৫০টি পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, আধা কেজি করে শুকনা মরিচ, পিয়াজ, লবন ইত্যাদি।
এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাবির মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফাইজুর ইসলাম, জলিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র বৈরাগী, জলিরপাড় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এস, এম রকিব উদ্দিন, কমরেড ইসহাক মোল্যা প্রমুখ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান কাবির মিয়া বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও সংসদ সদস্য ফারুক খানের নির্দেশে সকলের জন্য খাবার বিতরণ করা হচ্ছে। খাবারের জন্য কেউকে ঘর থেকে বের হতে হবে না। আমরা খাবার ঘরে ঘরে পৌঁছে দেব।