সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে আ’লীগের রাজনীতি থেকে অব্যাহতি নিয়ে সুজন টিকাদারের সংবাদ সম্মেলন মুকসুদপুরে জমি-সংক্রান্ত বিরোধে মারামারিতে আহত ব্যক্তির মৃত্যু মুকসুদপুরে ‘ঘুষ’ না দিলে বন্দোবস্ত বাতিলের হুমকি ভূমি কর্মকর্তা রিমন বিশ্বাসের বিরুদ্ধে মুকসুদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান কাবির মিয়া ঢাকায় গ্রেপ্তার মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় নসিমনের চালক নিহত মুকসুদপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় ৩ জন বহিষ্কার কোটালীপাড়ায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা মুকসুদপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা মুকসুদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত-৩৫, ৮টি বাড়ী ভাংচুর
ফারুক খান এমপির পক্ষ থেকে মুকসুদপুর পৌরসভায় খাদ্য সহায়তা বিতরণ

ফারুক খান এমপির পক্ষ থেকে মুকসুদপুর পৌরসভায় খাদ্য সহায়তা বিতরণ

তারিকুল ইসলামঃ

করোনা আতঙ্কে মানুষ গৃহবন্দি হয়ে পড়েছে। করোনাভাইরাসের আতঙ্কে বন্ধ করে দেয়া হয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। বন্ধ হয়ে গেছে খেটে খাওয়া মানুষের রোজগার। সেই মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান।
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে বাংলাদেশ সুচিন্তা ফাউন্ডেশনের যুগ্ম আহব্বায়ক কানতারা খানের সার্বিক নির্দেশনায় মুকসুদপুর পৌর আওয়ামীলীগের নেতা কর্মীদের মাধ্যমে দু:স্থদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ৬ এপ্রিল সোমবার সকালে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এসব বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার মুন্সী, সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান মোল্যা, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামাল মিয়া, যুবলীগ নেতা শাহিনুজ্জামান শাহিন সহ স্থানীয় নেতৃবৃন্দ। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে প্রত্যেককে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ১টি সাবান ও একটি সচেতনতামূলক লিফলেট। মুকসুদপুর পৌরসভা ৯টি ওয়ার্ডে মোট ১৫০ জনকে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com