শনিবার, ০৪ মে ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন

মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে বাটিকামারীতে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত-৩

মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে বাটিকামারীতে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত-৩

তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারীতে মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সুজন শেখ (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো তিনজন। আজ সোমবার ভোরে মুকসুদপুর উপজেলার বাটিকামারি বাহারা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজন শেখ মুকসুদপুর উপজেলার বাটিকামারি বাহাড়া পশ্চিমপাড়া গ্রামের মজিবর শেখের ছেলে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা আবুল কালাম আজাদ জানান, এলাকার অধিপত্য নিয়ে বাটিকামারি বাহারা পশ্চিমপাড়া গ্রামের মজিবর শেখের সাথে মতি মাতুব্বর ও ইব্রাহিম মাতুব্বরের দীর্ঘ দির ধরে বিরোধ চলে আসছিল। রবিবার সন্ধ্যায় বাটিকামারি বাহারা পশ্চিমপাড়া গ্রামের এশার নামাজ পড়া নিয়ে মজিবর শেখের সাথে মতি মাতুব্বর ও ইব্রাহিম মাতুব্বরের সাথে কথা কাটাকাটির ঘটনা ঘটে। আজ সোমবার ভোরে মসজিদে আবারো ফযরের নামজ পড়তে গেলে দুই পক্ষের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে চলাকালে প্রতিপক্ষের হামলায় সুজন শেখ ঘটনাস্থলে নিহত হন ও অপর তিনজন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মারাত্মক আহত তুষার শেখ ও মজিবর শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এখন পযর্ন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com