বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
প্রাণঘাতী করোনা ভাইরাসের কঠিন পরিস্থিতিতে জনগণকে যথাযথ সেবার উদ্দেশ্যে সারাদেশের মতো গোপালগঞ্জের মুকসুদপুরে পরিবার ভিত্তিক কার্ড প্রদানের জন্য তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে । আগামী ২২ এপ্রিল পর্যন্ত এ কার্ডের জন্য আবেদন ফরম জমা দেওয়া যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী।
জানা যায়, প্রধানমন্ত্রীর অনুশাসণের আলোকে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানার নির্দেশনায় পরিবার ভিত্তিক কার্ড প্রদান করার লক্ষ্যে মুকসুদপুর উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের পরিবারভিত্তিক তথ্য সংগ্রহের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। ত্রাণ বিতরণসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচী (স্বাস্থ্য/শিক্ষা/বাসস্থান/অন্যান্য) সঠিক ও স্বচ্ছতার সাথে পরিচালনার জন্য এই কার্ড গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। প্রতিটি বাড়ীতে এই ফরম পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়াও আপনার ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান এর নিকট ফরম পাওয়া যাবে। পূরণকৃত ফরম ২২ এপ্রিলের মধ্যে ইউনিয়ন পরিষদে জমা দেওয়া যাবে।
উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী জানান, পরিবারভিত্তিক কার্ডের আবেদনের কার্যক্রম আগামী ২২ এপ্রিল পর্যন্ত চলবে। ত্রাণ বিতরণসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচী (স্বাস্থ্য/শিক্ষা/বাসস্থান/অন্যান্য) সঠিক ও স্বচ্ছতার সাথে পরিচালনার জন্য গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে।