মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশের কাছ থেকে ৩ আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় মুকসুদপুর থানায় মামলা হয়েছে। মুকসুদপুর থানা পুলিশের এসআই হায়াতুর রহমান বাদী হয়ে রবিবার খান্দারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাব্বির খানকে প্রধান আসামি করে ৩৮ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে।
জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ি ভাংচুর ও লুটপাটের মামলায় উপজেলার বেজড়া ভাটরা মোড়ে পুলিশের কাছ থেকে ৩ আসামিকে ছিনিয়ে নেয় স্থানীয় এলাকাবাসী। এ সময় মুকসুদপুর থানার ৭ পুলিশ সদস্য আহত হন। মুকসুদপুর থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ জানিয়েছেন, ইতোমধ্যে গোপালগঞ্জ জেলা শহর থেকে পুলিশের একটি বড় বহর মুকসুদপুরের খান্দারপাড়ায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করা গেলেও হাতকড়াসহ ছিনিয়ে নেয়া আসামিদের পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনার পর থেকে সেখানে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ইউনিয়নের খোদ্দর দুর্বাশুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাকির মেম্বারের সাথে একই গ্রামের আলো খন্দকারের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল।
এরই অংশ হিসাবে গত বুধবার জাকির মেম্বারের বাড়ীতে একই গ্রামের আলো খন্দকারের গ্রুপের লোকজনের বাড়িঘরে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়। এ ঘটনায় দায়ের করা মামলার আসামি ধরতে গিয়েছিল একদল পুলিশ।