মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ অপরাহ্ন
তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিনার জামান অটো রাইচ মিল থেকে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়ারীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, মুকসুদপুর সিন্দিয়াঘাট পুলিশ ফাড়ির এস আই হাবিবুর রহমান নেতৃত্বে সংগীয় পুলিশ ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ২৩ মে শনিবার বিকালে ননীক্ষীর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান মিনার জামান অটো রাইচ মিলে অভিযান চালিয়ে ৫ জুয়ারীকে আটক করেছে।
আটককৃত জুয়ারীরা হলো দেলোয়ার শেখ (৫৫), পিতা – মৃত আইনদ্দি শেখ, কাবিল শেখ(৪৮) পিতা মৃত নান্নু শেখ, ওমর তালুকদার (৫৭) পিতা মৃত আবু তালুকদার, মোহামম্মদ আলী মোল্লা (৫৩), পিতা মৃত – আজিজ মোল্লা, লাবলু চোকদার (৪০),
পিতা মৃত আজাহার চোকদার। তারা সবাই ননীক্ষীর ও জলিরপাড় ইউনিয়নের বাসিন্দা।
এলাকাবাসীর অভিযোগ রয়েছে চেয়ারম্যানের ছোট ভাই আল আমিন মিনা দীর্ঘদিন যাবৎ চালের ব্যবসার আড়ালে এই মিলে জুয়ার আসর বসাতেন।
এব্যাপারে সিন্দিয়াঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ আবুল বাসারের সংগে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।