শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নতুন আরো ২ জন করোনারোগী সনাক্ত, মোট ৭০

মুকসুদপুরে নতুন আরো ২ জন করোনারোগী সনাক্ত, মোট ৭০

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নতুন করে আরো ২ জন করোনারোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে মুকসুদপুরে মোট ৭০ জনের শরীরে করোনাভাইরাস-এর অস্তিত্ব মিলেছে। আক্রান্তদের মধ্যে ২৭ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। হোম আইসোলেশনে আছে ৪৩ জন। এ তথ্য নিশ্চিত করেছেন মুকসুদপুর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রিজভী আহম্মাদ।

জানা যায়, ৮ মে সোমবার মুকসুদপুর পৌরসভায় ১ জন ও দিগনগর ইউনিয়নের ভাজনদি গ্রামে ১ জনের করোনা সনাক্ত হয়েছে। গত ৭ জুন ১৫ জনের নমুনা সংগ্রহ করা হয় এম মধ্যে ২ জনের নমুনায় করোনার অস্তিত্ব মিলেছে।

মুকসুদপুর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিজভী আহমাদ বাংলার নয়নকে জানান, মুকসুদপুরের করোনা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। উপজেলা বাসীর সতর্ক হওয়া অত্যন্ত জরুরী। তিনি আরো জানান, সকলকে আরো বেশি সর্তক থাকতে হবে এবং নিরাপদ দুরুত্ব বজায় রেখে চলতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2018 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com