মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫২ অপরাহ্ন
তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন শাকের মোহাম্মাদ যুবায়ের। এর আগে তিনি কেরানিগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করেন।
নবাগত অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের মুকসুদপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা করেন।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় মতবিনিময় কালে অফিসার ইনচার্জ শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, সাংবাদিকরা পুলিশের বন্ধু, সমাজ থেকে সকল প্রকার মাদক প্রতিরোধ, শান্তিপূর্ন আইন শৃংখলা বজায় রাখার জন্য তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ও পৌর মেয়র এ্যাডঃ আতিকুর রহমান মিয়া, মুকসুদপুর প্রেসক্লাবের নির্বাহী সভাপতি বাংলার নয়নের সম্পাদক মোঃ শহীদুল ইসলাম বেলায়েত, সাধারন সম্পাদক হুজ্জাত হোসেন লিটু।
মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেনের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ ছিরু মিয়া, সরদার মজিবুর রহমান, মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর সাজেদুর রহমান, উপ-পুলিশ পরিদর্শক মিজানুর রহমান, মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্নসম্পাদক ভোরের কাগজের মুকসুদপুর প্রতিনিধি কাজী ওহিদুল ইসলাম, প্রেসক্লাব সদস্য হাফিজুর রহমান লেবু, দৈনিক যায়যায় দিনের শরিফুর রোমান, বাংলার নয়নের নির্বাহী সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, আমাদের সময় পত্রিকার দেলোয়ার হোসেন, ভোরের পাতার হুসাইন কবির, মুকসুদপুর সংবাদের মেহের মামুন, কালের কন্ঠ পত্রিকার পরেশ বিশ্বাস, হাসিবুর রহমান লিটু প্রমুখ।