শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:২৭ পূর্বাহ্ন
বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুর বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন করে কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা আলী। উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, উপজেলা কৃষি উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার চৈতন্য পাল প্রমুখ।
মুকসুদপুর উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহমেদ জানান, কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরে শতাধিক ফলের চারা রোপন করা হবে।