মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন
বাংলার নয়ন রিপোর্ট:
গোপালগঞ্জের মুকসুদপুরে শান্তুনু বৈরাগী নামে এক ক্যাবল অপারেটরকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার কলিগ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ অর্থদন্ড দেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু।
জানা যায়, শান্তুনু বৈরাগী দীর্ঘদিন ধরে ফিড লাইসেন্স ছাড়া অবৈধ ভাবে দিয়া ক্যাবল নেটওয়ার্ক অপারেটর নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন। এমন তথ্যের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত বসিয়ে ১লক্ষ টাকা আর্থিক জরিমানা করেন আদালতের বিচারক। এছাড়াও ফিড লাইসেন্স না করা পর্যন্ত ওই প্রতিষ্ঠান পরিচালনা করবেন না বলে মুচলেকা দেন শান্তনু বৈরাগী।