শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে শীতের বিকেলে পিঠা প্রেমিদের উপচে পড়া ভিড় গোপালগঞ্জে তারেক রহমানের ৩১দফার লিফলেট বিতরণ ৫ মাস বেতন না পেয়ে কষ্টে কাশিয়ানীর ৩৭ স্বাস্থ্যকর্মী কোটালিপাড়ায় দীর্ঘদিন বিদ্যালয়ে না গিয়েই স্মৃতি রানী নিচ্ছেন বেতন থানাকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হবে – স্বরাষ্ট্র উপদেষ্টা কপ২৯-এ জলবায়ু ন্যায়বিচার এবং প্রাক-২০৩০ উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য অর্জনের আহ্বান সমকাল’র নির্ভীক সাংবাদিক গৌতম দাসের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী বরিশালকে পুনরায় শস্যভান্ডারে রূপান্তর করা হবে- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা কাশিয়ানী নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে ‘হয়রানীর’ অভিযোগ ফরিদপুরে ১৪৪ ধারা লঙ্ঘন করে বিধবার জমি দখলের অভিযোগ
কাশিয়ানীতে ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

কাশিয়ানীতে ছয় বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে ছয় বছর বয়সী শিশু শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।

গত ১৭ অক্টোবর দুপুরে উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে শিশুর বাবা জসিম উদ্দিন বাদী হয়ে রুবেল মোল্যা (১৮) নামে এক যুবককে আসামী কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেছেন।

রুবেল উপজেলার একই গ্রামের বকু মোল্যার ছেলে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুর পরিবার ও মামলার বিবরণে জানা গেছে, শিশুদের বাড়িতে নির্মাণাধীন দুইতলা একটি ভবনে রাজমিস্ত্রীর কাজ চলছিল। রুবেল মোল্যা রাজমিস্ত্রীর সহকারী হিসেবে ওই বাড়িতে কাজ করছিল। এ সময় শিশুটি ভবনের পাশে অবস্থিত টিউবওয়েলে হাত ধোঁয়ার জন্য যায়। রুবেল তাকে খেলা দেখানোর কথা বলে ভবনের একটি কক্ষে নিয়ে পরনে থাকা প্যান্ট খুলে শুয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি আর্তচিৎকার দিলে পরিবারের লোকজন এগিয়ে এলে রুবেল পালিয়ে যায়। পরে শিশু তার পরিবারের লোকজনের কাছে বিষয়টি বলে দেয়। ঘটনার পর শিশুর বাবা বিষয়টি জেনে শিশুটিকে নিয়ে তাৎক্ষণিক কাশিয়ানী থানায় গিয়ে রুবেলকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

এদিকে, মামলা তুলে নেয়ার জন্য শিশুর পরিবারকে আসামীদের লোকজন নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছেন বলে অভিযোগ মামলার বাদী জসিম উদ্দিনের।

মামলার তদন্ত কর্মকর্তা কাশিয়ানী থানার উপ-পরিদর্শক এসআই সজীব কুমার মন্ডল বলেন, ‘আদালতের মাধ্যমে শিশুর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আসামী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com